দীর্ঘ ৪৮ বছর পর আজ ১৪ জানুয়ারি থেকে সারাদেশে আবারও শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুরে `শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উপলক্ষে র্যালী ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকালে সাড়ে ৩ টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর থানা তদন্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ জামসেদ আহম্মেদ, সহকারী প্রকৌশলী ওয়াজিবুল্লাহ,পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা, গণমাধ্যমকর্মী ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শ্রেণীভিত্তিক ৪টি গ্রুপে ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।‘ক’ ও ‘খ’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ছাত্র ও ছাত্রী) ইভেন্টঃ ১০০মি:,২০০মি:, হাইজাম্প ও লংজাম্প। ‘গ’ ও ‘ঘ’ গ্রুপ (৯ম থেকে ১০ শ্রেণীর ছাত্র ও ছাত্রী) ইভেন্টঃ ১০০মি:, ২০০মি:, ৪০০মি:, ৮০০মি:, ১৫০০মি:, হাইজাম্প,লংজাম্প, ট্রিপুল জাম্প, জ্যাভলিন,শটপুট, ডিসকাস থ্রো ও ৪. ১০০মি: রিলে। এতে উপজেলা পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।