সাফজয়ী ফুটবল কন্যাদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সাফজয়ী ফুটবল কন্যাদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
সাফজয়ী ফুটবল কন্যাদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংবর্ধনা দেবেন। গত ৩ নভেম্বর বিষয়টি জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সেখানে যাওয়ার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর বরাত দিয়ে আরটিভি এ খবর জানিয়েছে।

উনিশ বছর পর ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারী দলকে ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নারী দলকে সংবর্ধনা দেওয়ার তারিখ নির্ধারণ করেন ৯ নভেম্বর। স্পোর্টসমেইল২৪

নেপালের কাঠমান্ডুতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ছিল অপরাজিত চ্যাম্পিয়ন। স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লাভ করে সাবিনা-কৃষ্ণারা। ভোরের কাগজ

টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে অসাধারণ কৃতিত্ব দেখায় বাংলাদেশের নারীরা। গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপ, ৬-০ গোলে পাকিস্তান এবং ৩-০ গোলে ভারতকে হারিয়েছিল। এরপর ভুটানকে ৮-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে সাবিনার দল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সাফজয়ী ফুটবল কন্যাদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সাফজয়ী ফুটবল কন্যাদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
সাফজয়ী ফুটবল কন্যাদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংবর্ধনা দেবেন। গত ৩ নভেম্বর বিষয়টি জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সেখানে যাওয়ার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর বরাত দিয়ে আরটিভি এ খবর জানিয়েছে।

উনিশ বছর পর ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারী দলকে ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নারী দলকে সংবর্ধনা দেওয়ার তারিখ নির্ধারণ করেন ৯ নভেম্বর। স্পোর্টসমেইল২৪

নেপালের কাঠমান্ডুতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ছিল অপরাজিত চ্যাম্পিয়ন। স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লাভ করে সাবিনা-কৃষ্ণারা। ভোরের কাগজ

টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে অসাধারণ কৃতিত্ব দেখায় বাংলাদেশের নারীরা। গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপ, ৬-০ গোলে পাকিস্তান এবং ৩-০ গোলে ভারতকে হারিয়েছিল। এরপর ভুটানকে ৮-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে সাবিনার দল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022