সিরাজগঞ্জের মিনি ক্যাসিনো থেকে আটক ৬

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের মিনি ক্যাসিনো থেকে আটক ৬

বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে মিনি ক্যাসিনো থেকে ৬ জুয়ারীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় ১৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কোম্পানী কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।

আটককৃতরা হলেন, কাজীপুরের শিমুলদাইর গোদাগাড়ী গ্রামের আশাদুল ইসলামের ছেলে মো: রবিউল হাসান (২১), মো. ফেরদৌস আলী (২৭), একই গ্রামের সোলায়মানের ছেলে মো. রাসেল রানা (২৩) বিলচতল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রায়হান কবির (২৮), হাসান আলীর ছেলে মো. সুইট রেজা (২৬), ইব্রাহিম আলীর ছেলে মো. ইলিয়াস উদ্দিন (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরের গাড়াবেড় গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/জুয়ার সাইটের মিনি ক্যাসিনোর একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়ারীচক্রের এজেন্টসহ ৬ জনকে আটক করা হয়। এছাড়াও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন করাসহ অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য উৎসাহিত করত। অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়ার সাইটের মাধ্যমে অনলাইন জুয়াড়ীদের ভার্চুয়াল কারেন্সী সরবরাহ করতো এবং বিনিময়ে তারা বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ব্যবহার করে অবৈধ টাকা লেনদেন করে আসছিল। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্রটি কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে।

আটককৃত আসামীদের মামলাসহ কাজিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিরাজগঞ্জের মিনি ক্যাসিনো থেকে আটক ৬

সিরাজগঞ্জের মিনি ক্যাসিনো থেকে আটক ৬

বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে মিনি ক্যাসিনো থেকে ৬ জুয়ারীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় ১৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কোম্পানী কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।

আটককৃতরা হলেন, কাজীপুরের শিমুলদাইর গোদাগাড়ী গ্রামের আশাদুল ইসলামের ছেলে মো: রবিউল হাসান (২১), মো. ফেরদৌস আলী (২৭), একই গ্রামের সোলায়মানের ছেলে মো. রাসেল রানা (২৩) বিলচতল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রায়হান কবির (২৮), হাসান আলীর ছেলে মো. সুইট রেজা (২৬), ইব্রাহিম আলীর ছেলে মো. ইলিয়াস উদ্দিন (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরের গাড়াবেড় গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/জুয়ার সাইটের মিনি ক্যাসিনোর একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়ারীচক্রের এজেন্টসহ ৬ জনকে আটক করা হয়। এছাড়াও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন করাসহ অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য উৎসাহিত করত। অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়ার সাইটের মাধ্যমে অনলাইন জুয়াড়ীদের ভার্চুয়াল কারেন্সী সরবরাহ করতো এবং বিনিময়ে তারা বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ব্যবহার করে অবৈধ টাকা লেনদেন করে আসছিল। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্রটি কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে।

আটককৃত আসামীদের মামলাসহ কাজিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022