সোমবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
সোমবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকাসহ ঢাকার আশপাশে বৃষ্টির হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাগরে লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে দেশের প্রায় সব এলাকাতেই তাপমাত্রা বেড়েছে। তবে লঘুচাপ ভারতের দিকে সরে যাওয়ায় মৌসুমি বায়ুর প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। আশা করা হচ্ছে, সন্ধ্যা থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকার দক্ষিণ-পূর্ব এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই আবহাওয়াবিদ বলেন, আগামীকাল (সোমবার) থেকে সারাদেশেই মাঝারি বা ভারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে।

এদিকে এক আবহাওয়ার পূর্বাভসে অধিদপ্তর জানিয়েছেন, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কমতে পারে রাতের তাপমাত্রাও।

আজ সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এক পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুঁড়িগ্রাম,পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সোমবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সোমবার থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকাসহ ঢাকার আশপাশে বৃষ্টির হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাগরে লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে দেশের প্রায় সব এলাকাতেই তাপমাত্রা বেড়েছে। তবে লঘুচাপ ভারতের দিকে সরে যাওয়ায় মৌসুমি বায়ুর প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। আশা করা হচ্ছে, সন্ধ্যা থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকার দক্ষিণ-পূর্ব এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই আবহাওয়াবিদ বলেন, আগামীকাল (সোমবার) থেকে সারাদেশেই মাঝারি বা ভারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে।

এদিকে এক আবহাওয়ার পূর্বাভসে অধিদপ্তর জানিয়েছেন, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কমতে পারে রাতের তাপমাত্রাও।

আজ সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এক পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুঁড়িগ্রাম,পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান। লাইসেন্স নং : TRAD/DNCC/154868/2022