হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির মামলায় দুই রাজস্ব কর্মকর্তাসহ তিনজনের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহি মো. আফজাল হোসেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন বলেন, “আটজন আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা তিনজনের পাঁচ দিনের রিমান্ড চান।”
তিনি আরও বলেন, “শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার তিনজনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
অপরদিকে অন্য পাঁচ আসামিকে কারাগারে রাখার আবেদন জানান তিনি।
এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া পাঁচ আসামি হলেন- আকরাম শেখ (৩৬) ও মাসুম রানা (৩৩), মো. মোজাম্মেল হক (৩৫), নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬)।
এর আগে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা গত ২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে জানান, বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লক ভাঙা বলে দেখতে পান তিনি। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রবিবার (২ সেপ্টেম্বর)।
বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর গণনা শেষে ৫৫ কেজি স্বর্ণ চুরি বা উধাও হওয়ার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে কাস্টমস হাউজ।