শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনা তদন্ত শেষ করতে পাঁচ দিনের সময় চেয়েছে কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় কমিটির সদস্য ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (নিউ মার্কেট জোন) শাহেন শাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার তদন্ত কমিটি গঠনের পরে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
শাহেন শাহ বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও এই ঘটনায় জড়িত সবার সঙ্গে কথা বলতে হবে। মাত্র দুই দিনের মধ্যে এটা করা যাবে না। সেই কারণে আমরা আরো পাঁচ দিনের সময় দিতে ডিএমপি কমিশনারকে অনুরোধ করেছি।