চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে কলেজছাত্র নিহত

আকাশ ইসলাম ডেস্ক এডিটর, ঢাকা
চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে কলেজছাত্র নিহত

ঢাকা থেকে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে মারুফ (২০)। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, মারুফ ও তার বন্ধুরা মিলে ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হন তিনি। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে সেলফি তোলার সময় সিগন্যাল বারে মাথা আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যান মারুফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে কলেজছাত্র নিহত

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে কলেজছাত্র নিহত

ঢাকা থেকে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে মারুফ (২০)। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, মারুফ ও তার বন্ধুরা মিলে ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হন তিনি। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে সেলফি তোলার সময় সিগন্যাল বারে মাথা আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যান মারুফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।