নিম্ন আয়ের পরিবারের সন্তানরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে

নিম্ন আয়ের পরিবারের সন্তানরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে
ছবি সংগ্রহীত

আমাদের সমাজে নানা কারণে সকল শিশুর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পথটা সহজ হয় না। বিশেষ করে শহরে যে বস্তি অঞ্চল আছে, সেখানে নিম্ন আয়ের মানুষের আর্থিক অসচ্ছলতার কারণে তারা তাদের শিশুদের শিক্ষার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

এসব শিশুদের অধিকাংশ সুবিধাবঞ্চিত ও বিভিন্ন জায়গায় শিশুশ্রমিক হিসেবে কাজ করে। পরিবারের অভাব অনাটনের কারনে আজ এসব শিশুরা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সমাজের নিম্নবিত্ত শ্রেণির পরিবারের এসব শিশুরা শিক্ষার আলো থেকে বলা যায় অনেক দূরে। বস্তিতে বসবাসকারী এসব শিশুর অভিভাবকেরা অনেকে জানেনই না যে তাদের শিশুর সুষম বিকাশে শিক্ষার প্রয়োজনীয়তা কত খানি গুরুত্বপূর্ণ। আবার অনেক অভিভাবক শিক্ষার গুরুত্ব বুঝলেও অভাবের কারনে শিশুর শিক্ষার প্রতি মনোযোগী হন না।

সমাজের নিম্ন আয়ের অনেক মানুষ বস্তিকে তাদের বসবাসের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছে। বংশ পরস্পরায় অনেকে আবার বস্তিতে বসবাস করে। সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষগুলোর বাসস্থল হিসেবে বস্তিই সুপরিচিত। বস্তি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান শহরের অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই নিচুমানের।

তারা অনেকেই কাজের চাপে নিজেদের শিশুদের খোঁজ খবরও ঠিকমতো নেন ও না। আবার বস্তিতে এমন অনেক শিশুই আছে যারা অভিভাবকহীন। যার ফলে শৈশবকাল থেকে তারা নানা সংঘাত দারিদ্র ও শিক্ষাহীন পরিবেশের সাথে পরিচিত হয়ে যাওয়ার কারনে শিক্ষা থেকে অনেক দূরে। তারা শিক্ষাকে বড়লোকের শিশুদের জন্য মনে করে। শিক্ষাহীনতাকে তারা তাদের নিয়তি মনে করে।

কিন্তু এই শিক্ষার অভাবেই এই সব শিশুদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেগুলো বিকশিত হবে না। মানুষ এর মতো মানুষ হয়ে উঠতে হলে, পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও তাদের জন্য প্রয়োজন। কিন্তু বাবা মা অশিক্ষিত হওয়ার কারনে এসব শিশুরা পরিবার থেকে সঠিক শিক্ষা পাওয়ার বদলে উল্টো নেতিবাচক শিক্ষা পাচ্ছে,এসব শিশুরাই শিক্ষার অভাবে চুরি, ছিনতাই ও সকল খারাপ কাজে ছোট থেকেই লিপ্ত হচ্ছে। তাদের ভবিষৎ অন্ধকারের পথে প্রায়। তার সাথে সাথে দেশ ও জাতি হারিয়ে ফেলছে তাদের দেশের মুল্যবান সম্পদ। যেখানে বলা হয় আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, সেখানে শিক্ষার অভাবে তারা জাতির জন্য হুমকি স্বরুপ হয়ে দাঁড়াবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিম্ন আয়ের পরিবারের সন্তানরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে

নিম্ন আয়ের পরিবারের সন্তানরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে
ছবি সংগ্রহীত

আমাদের সমাজে নানা কারণে সকল শিশুর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পথটা সহজ হয় না। বিশেষ করে শহরে যে বস্তি অঞ্চল আছে, সেখানে নিম্ন আয়ের মানুষের আর্থিক অসচ্ছলতার কারণে তারা তাদের শিশুদের শিক্ষার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।

এসব শিশুদের অধিকাংশ সুবিধাবঞ্চিত ও বিভিন্ন জায়গায় শিশুশ্রমিক হিসেবে কাজ করে। পরিবারের অভাব অনাটনের কারনে আজ এসব শিশুরা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সমাজের নিম্নবিত্ত শ্রেণির পরিবারের এসব শিশুরা শিক্ষার আলো থেকে বলা যায় অনেক দূরে। বস্তিতে বসবাসকারী এসব শিশুর অভিভাবকেরা অনেকে জানেনই না যে তাদের শিশুর সুষম বিকাশে শিক্ষার প্রয়োজনীয়তা কত খানি গুরুত্বপূর্ণ। আবার অনেক অভিভাবক শিক্ষার গুরুত্ব বুঝলেও অভাবের কারনে শিশুর শিক্ষার প্রতি মনোযোগী হন না।

সমাজের নিম্ন আয়ের অনেক মানুষ বস্তিকে তাদের বসবাসের উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছে। বংশ পরস্পরায় অনেকে আবার বস্তিতে বসবাস করে। সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষগুলোর বাসস্থল হিসেবে বস্তিই সুপরিচিত। বস্তি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান শহরের অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই নিচুমানের।

তারা অনেকেই কাজের চাপে নিজেদের শিশুদের খোঁজ খবরও ঠিকমতো নেন ও না। আবার বস্তিতে এমন অনেক শিশুই আছে যারা অভিভাবকহীন। যার ফলে শৈশবকাল থেকে তারা নানা সংঘাত দারিদ্র ও শিক্ষাহীন পরিবেশের সাথে পরিচিত হয়ে যাওয়ার কারনে শিক্ষা থেকে অনেক দূরে। তারা শিক্ষাকে বড়লোকের শিশুদের জন্য মনে করে। শিক্ষাহীনতাকে তারা তাদের নিয়তি মনে করে।

কিন্তু এই শিক্ষার অভাবেই এই সব শিশুদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেগুলো বিকশিত হবে না। মানুষ এর মতো মানুষ হয়ে উঠতে হলে, পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও তাদের জন্য প্রয়োজন। কিন্তু বাবা মা অশিক্ষিত হওয়ার কারনে এসব শিশুরা পরিবার থেকে সঠিক শিক্ষা পাওয়ার বদলে উল্টো নেতিবাচক শিক্ষা পাচ্ছে,এসব শিশুরাই শিক্ষার অভাবে চুরি, ছিনতাই ও সকল খারাপ কাজে ছোট থেকেই লিপ্ত হচ্ছে। তাদের ভবিষৎ অন্ধকারের পথে প্রায়। তার সাথে সাথে দেশ ও জাতি হারিয়ে ফেলছে তাদের দেশের মুল্যবান সম্পদ। যেখানে বলা হয় আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, সেখানে শিক্ষার অভাবে তারা জাতির জন্য হুমকি স্বরুপ হয়ে দাঁড়াবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।