প্রযুক্তিতে এগিয়ে ৫ টি স্মার্টফোন

প্রযুক্তিতে এগিয়ে ৫ টি স্মার্টফোন
ছবি ইন্টারনেট

মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর স্মার্টফোন মোবাইলের জগতে এনে দিয়েছে বিপ্লবী সব পরিবর্তন। তাই বর্তমান আমরা অনেকে ফোন কেনার সময় ভালো-মন্দের দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকি। বর্তমান বিশ্বে কোন কোন ফোন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট দিয়ে মার্কেট দখল করে রয়েছে, সেসব বিষয়ে অনুসন্ধানের সেরকম সুযোগ হয়ে উঠেনা আমাদের। তাহলে চলুন জেনে নেই প্রযুক্তিতে এগিয়ে সেরা ৫ টি স্মার্টফোন এর বিষয়ে

১. আইফোন ১৪ প্রো / iPhone 14 Pro

আমাদের এই তালিকায় প্রথম স্থানে আছে আইফোন ১৪ প্রো। বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শীর্ষস্থান দখল করতে হলে একটি ফোনে যেসব ফিচার থাকা উচিত তার প্রত্যেকটি রয়েছে আইফোন ১৪ প্রো তে। সে ইউনিক ডায়নামিক আইল্যান্ড ফিচারই হোক বা ৪৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সকল দিক দিয়ে আগের জেনারেশনের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে আইফোন ১৪ প্রো সিরিজের স্মাটফোনটি।

আইফোন ১৪ প্রো এর স্পেসিফিকশন গুলো জেনে নেই

ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি, প্রসেসরঃ অ্যাপল এ১৬ বায়োনিক, ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৩২০০মিলিএম্প

২. স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা / Samsung Galaxy S22 Ultra
স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রাতে গ্যালাক্সি নোট এর ফিচারগুলোর পাশাপাশি আরও আছে দুনিয়ার শতশত সব ফিচার। মানে এই ফোনে যে কি নেই তা খুঁজতেই আপনার সমস্ত সময় শেষ হয়ে যাবে। দামে একটু বেশি হলেও সব দিক দিয়ে সেরা “আলট্রা” স্যামসাং এর এই ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর স্পেসিফিকশনগুলো

ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি, প্রসেসরঃ এক্সিনোস ২২০০ / স্ন্যাপড্রাগন ৮ জেন ১, ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল্ল কোয়াড ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ৪০মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প, চার্জিং: ৪৫ওয়াট

৩. গুগল পিক্সেল ৭ প্রো / Google Pixel 7 Pro

গুগল ৬ প্রো এর বাজার শেষ হতে না হতেই গুগল পিক্সেল ৭ প্রো নিয়ে এসেছে গুগল যা নিয়ে প্রযুক্তি প্রেমীদের মাতামাতির শেষ নেই। আগের চেয়ে ভালো ক্যামেরা ও ব্যাটারি ব্যাকাপ এর এই ফোন ক্যামেরা লাভার তো বটে, বরং বিশ্বের সকল স্মার্টফোন লাভার এর মন জয় করে নিয়েছে।

গুগল পিক্সেল ৭ প্রো এর স্পেসিফিকশনগুলো

ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি, প্রসেসরঃ গুগল টেন্সর জি২, ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ১০.৮মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প, চার্জিংঃ ৩০ওয়াট

৪. ভিভো এক্স৮০ প্রো / Vivo X80 Pro

বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় অ্যাপল, স্যামসাং ও গুগল এর পাশে ক্যামেরার জোরে স্থান করে নিয়েছে ভিভো এক্স৮০ প্রো। এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ, যার প্রত্যেকটি আলাদা ফিচারে ভর্তি।

ভিভো এক্স৮০ প্রো এর স্পেসিফিকশনগুলো

ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি, প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১, ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৪৭০০মিলিএম্প, চার্জিংঃ ৮০ওয়াট

৫. ওয়ানপ্লাস ১০ প্রো / OnePlus 10 Pro

আজকের এই তালিকায় ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ ফোন, ওয়ানপ্লাস ১০ প্রো অসাধারণ স্পেসিফিকেশন এর জোরে ৫ম স্থান করে নিয়েছে।

ওয়ানপ্লাস ১০ প্রো এর স্পেসিফিকশনগুলো

ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি, প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১, ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প, চার্জিংঃ ৮০ওয়াট, ব্যাটারিঃ ৪৭০০মিলিএম্প, চার্জিংঃ ৮০ওয়াট

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রযুক্তিতে এগিয়ে ৫ টি স্মার্টফোন

প্রযুক্তিতে এগিয়ে ৫ টি স্মার্টফোন
ছবি ইন্টারনেট

মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর স্মার্টফোন মোবাইলের জগতে এনে দিয়েছে বিপ্লবী সব পরিবর্তন। তাই বর্তমান আমরা অনেকে ফোন কেনার সময় ভালো-মন্দের দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকি। বর্তমান বিশ্বে কোন কোন ফোন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট দিয়ে মার্কেট দখল করে রয়েছে, সেসব বিষয়ে অনুসন্ধানের সেরকম সুযোগ হয়ে উঠেনা আমাদের। তাহলে চলুন জেনে নেই প্রযুক্তিতে এগিয়ে সেরা ৫ টি স্মার্টফোন এর বিষয়ে

১. আইফোন ১৪ প্রো / iPhone 14 Pro

আমাদের এই তালিকায় প্রথম স্থানে আছে আইফোন ১৪ প্রো। বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শীর্ষস্থান দখল করতে হলে একটি ফোনে যেসব ফিচার থাকা উচিত তার প্রত্যেকটি রয়েছে আইফোন ১৪ প্রো তে। সে ইউনিক ডায়নামিক আইল্যান্ড ফিচারই হোক বা ৪৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সকল দিক দিয়ে আগের জেনারেশনের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে আইফোন ১৪ প্রো সিরিজের স্মাটফোনটি।

আইফোন ১৪ প্রো এর স্পেসিফিকশন গুলো জেনে নেই

ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি, প্রসেসরঃ অ্যাপল এ১৬ বায়োনিক, ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৩২০০মিলিএম্প

২. স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা / Samsung Galaxy S22 Ultra
স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রাতে গ্যালাক্সি নোট এর ফিচারগুলোর পাশাপাশি আরও আছে দুনিয়ার শতশত সব ফিচার। মানে এই ফোনে যে কি নেই তা খুঁজতেই আপনার সমস্ত সময় শেষ হয়ে যাবে। দামে একটু বেশি হলেও সব দিক দিয়ে সেরা “আলট্রা” স্যামসাং এর এই ফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর স্পেসিফিকশনগুলো

ডিসপ্লেঃ ৬.৮ইঞ্চি, প্রসেসরঃ এক্সিনোস ২২০০ / স্ন্যাপড্রাগন ৮ জেন ১, ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল্ল কোয়াড ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ৪০মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প, চার্জিং: ৪৫ওয়াট

৩. গুগল পিক্সেল ৭ প্রো / Google Pixel 7 Pro

গুগল ৬ প্রো এর বাজার শেষ হতে না হতেই গুগল পিক্সেল ৭ প্রো নিয়ে এসেছে গুগল যা নিয়ে প্রযুক্তি প্রেমীদের মাতামাতির শেষ নেই। আগের চেয়ে ভালো ক্যামেরা ও ব্যাটারি ব্যাকাপ এর এই ফোন ক্যামেরা লাভার তো বটে, বরং বিশ্বের সকল স্মার্টফোন লাভার এর মন জয় করে নিয়েছে।

গুগল পিক্সেল ৭ প্রো এর স্পেসিফিকশনগুলো

ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি, প্রসেসরঃ গুগল টেন্সর জি২, ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ১০.৮মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প, চার্জিংঃ ৩০ওয়াট

৪. ভিভো এক্স৮০ প্রো / Vivo X80 Pro

বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় অ্যাপল, স্যামসাং ও গুগল এর পাশে ক্যামেরার জোরে স্থান করে নিয়েছে ভিভো এক্স৮০ প্রো। এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ, যার প্রত্যেকটি আলাদা ফিচারে ভর্তি।

ভিভো এক্স৮০ প্রো এর স্পেসিফিকশনগুলো

ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি, প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১, ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৪৭০০মিলিএম্প, চার্জিংঃ ৮০ওয়াট

৫. ওয়ানপ্লাস ১০ প্রো / OnePlus 10 Pro

আজকের এই তালিকায় ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ ফোন, ওয়ানপ্লাস ১০ প্রো অসাধারণ স্পেসিফিকেশন এর জোরে ৫ম স্থান করে নিয়েছে।

ওয়ানপ্লাস ১০ প্রো এর স্পেসিফিকশনগুলো

ডিসপ্লেঃ ৬.৭ইঞ্চি, প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১, ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, সেলফি ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল, ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প, চার্জিংঃ ৮০ওয়াট, ব্যাটারিঃ ৪৭০০মিলিএম্প, চার্জিংঃ ৮০ওয়াট

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।