‘রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
‘রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকবেন কিনা তা আইনি নয়, রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন উপদেষ্টা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, জনগণ না চাইলে রাষ্ট্রপতি হিসেবে থাকবেন না মো. সাহাবুদ্দিন।

আন্দোলনকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজ আমরা পেয়েছি এবং সে বিষয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। তাই সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান থাকবে।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর বিদ্যমান সেটাপে রাষ্ট্রপতিকে রেখে সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এটা আইনি নয়, রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত আসবে। জনগণ না চাইলে থাকবে না রাষ্ট্রপতি।

পতিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, অস্ত্র নিয়ে মিছিল করছে বলেও দাবি করেন নাহিদ। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকুন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া আল্টিমেটাম নিয়ে এই উপদেষ্টা বলেন, আল্টিমেটাম দিয়েছে ছাত্ররা। আলোচনা চলছে। যৌক্তিক সিদ্ধান্ত আসতে পারে। সময় নিচ্ছি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‘রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’

‘রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়’
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকবেন কিনা তা আইনি নয়, রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন উপদেষ্টা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, জনগণ না চাইলে রাষ্ট্রপতি হিসেবে থাকবেন না মো. সাহাবুদ্দিন।

আন্দোলনকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজ আমরা পেয়েছি এবং সে বিষয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। তাই সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান থাকবে।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর বিদ্যমান সেটাপে রাষ্ট্রপতিকে রেখে সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এটা আইনি নয়, রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত আসবে। জনগণ না চাইলে থাকবে না রাষ্ট্রপতি।

পতিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, অস্ত্র নিয়ে মিছিল করছে বলেও দাবি করেন নাহিদ। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকুন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া আল্টিমেটাম নিয়ে এই উপদেষ্টা বলেন, আল্টিমেটাম দিয়েছে ছাত্ররা। আলোচনা চলছে। যৌক্তিক সিদ্ধান্ত আসতে পারে। সময় নিচ্ছি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।