পাকিস্তান সফরে থাকা অবস্থায় ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকসের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার স্টোকস জানিয়েছেন, মুখোশধারী একটি গ্যাং যখন তার বাসায় অনুপ্রবেশ করে তখন পরিবারের সবাই ছিলেন।
৩৩ বছর বয়সী ক্রিকেটর এটা নিশ্চিত করেছেন যে, চুরির ঘটনার সময় পরিবারের কারও ওপর শারীরিক কোনও আক্রমণের ঘটনা ঘটেনি। তবে বাসা থেকে এমন কিছু জিনিস চুরি হয়েছে যার সঙ্গে তাদের আবেগ জড়িত।
চুরির ঘটনাটি ঘটেছে দ্বিতীয় টেস্টের সময়। তখন স্টোকসের স্ত্রী ক্লেয়ার, দুই সন্তান লেইটন ও লিবি দুজনেই বাড়িতে ছিলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে স্টোকস জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাসল ইডেন এলাকায় আমার বাড়িতে কিছু মুখোশধারী চুরির ঘটনা ঘটিয়েছে। এসময় তারা গয়না, অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। যার মধ্যে কিছু জিনিসের সঙ্গে আমার ও পরিবারের আবেগ জড়িত। সেসব কোনওভাবেই পূরণ করা যাবে না।’
এ সময় চুরি যাওয়া জিনিসগুলোর ছবি দিয়ে সেসব খুঁজে পেতে আর অপরাধীদের বের করতে সবার কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
স্টোকস আরও বলেছেন, ‘অপরাধটির সবচেয়ে ভয়ংকর দিকটি হচ্ছে, তখন আমার স্ত্রী ও ছোট দুই বাচ্চা বাসায় ছিল। ভাগ্যক্রমে পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি। তবে এই ঘটনা তাদের অনুভূতি ও মানসিক অবস্থাতে ভীষণ আঘাত করেছে। ভাবছি পরিস্থিতি কতটা খারাপ হতে পারতো।’