একতলায় চলছিল পার্টি, দোতলায় উঠে নগদ অর্থ-স্বর্ণ নিয়ে গেলো চোর

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
একতলায় চলছিল পার্টি, দোতলায় উঠে নগদ অর্থ-স্বর্ণ নিয়ে গেলো চোর

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুরে। বাড়িতে চলছিল জন্মদিনের পার্টি। এরই মধ্যে সুযোগ বুঝে দুই চোর এসে নিয়ে গেছে কয়েক লাখ রুপি আর স্বর্ণালংকার। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই চোর মিলে ওই বাড়ি থেকে ৩০ গ্রাম স্বর্ণ আর ২ লাখ ৩০ হাজার রুপি নিয়ে গেছে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দুই চোর স্কুটারে করে মদিনানগরের আকবর শরিফের বাড়িতে আসে। তখন ওই বাড়িতে জন্মদিনের পার্টি চলছিল। বাড়ি থেকে খানিক দূরে তারা তাদের স্কুটার রেখে বাড়িতে প্রবেশ করে। পার্টিতে আসা অন্য সাধারণ অতিথিদের মতো বাড়িতে প্রবেশ করে তারা দোতলায় চলে যায়। সিঁড়ি দিয়েই দোতলায় ওঠে তারা। অন্যরা যখন একতলায় পার্টি করছিলেন, তখন দুই চোর দোতলায় চুরি করতে ব্যস্ত। চুরি শেষে বাড়ির সিঁড়ি দিয়েই নিচে নেমে আসে। এরপর তারা স্কুটারের কাছে গেলে বিদ্যুৎ চলে যায়।

লোডশেডিং চলায় তারা আবার ওই বাড়িতে চুরি করতে যায়। বাড়িতে গিয়ে ফের দোতলায় যায় তারা। তখনই বাড়ির এক সদস্যের মুখে ধরা পড়ে যায়। বাড়ির ওই সদস্য তাদের বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তখন দুই চোর জানায়, তারা গোপালকে খুঁজছে। বাড়ির সদস্য বলেন, এই বাড়িতে গোপাল বলে কেউ নেই। তখনই সোজা বাড়ি থেকে বেড়িয়ে পড়ে চোরদ্বয়।

এরপরই বাড়ির লোকজনের সন্দেহ হয়। তারা খুঁজতে গিয়ে দেখেন, স্বর্ণের গয়না থেকে নগদ অর্থ সব উধাও। পরবর্তীতে কোনো কালক্ষেপণ না করে বাড়ির সদস্যরা পুলিশের কাছে যান। সেখানে গিয়ে দেখেন, এলাকার বাকিরাও তাদের বাড়িতে চুরির অভিযোগ জানাতে এসেছেন।

এ বিষয়ে পুলিশ বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

একতলায় চলছিল পার্টি, দোতলায় উঠে নগদ অর্থ-স্বর্ণ নিয়ে গেলো চোর

একতলায় চলছিল পার্টি, দোতলায় উঠে নগদ অর্থ-স্বর্ণ নিয়ে গেলো চোর

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুরে। বাড়িতে চলছিল জন্মদিনের পার্টি। এরই মধ্যে সুযোগ বুঝে দুই চোর এসে নিয়ে গেছে কয়েক লাখ রুপি আর স্বর্ণালংকার। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই চোর মিলে ওই বাড়ি থেকে ৩০ গ্রাম স্বর্ণ আর ২ লাখ ৩০ হাজার রুপি নিয়ে গেছে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দুই চোর স্কুটারে করে মদিনানগরের আকবর শরিফের বাড়িতে আসে। তখন ওই বাড়িতে জন্মদিনের পার্টি চলছিল। বাড়ি থেকে খানিক দূরে তারা তাদের স্কুটার রেখে বাড়িতে প্রবেশ করে। পার্টিতে আসা অন্য সাধারণ অতিথিদের মতো বাড়িতে প্রবেশ করে তারা দোতলায় চলে যায়। সিঁড়ি দিয়েই দোতলায় ওঠে তারা। অন্যরা যখন একতলায় পার্টি করছিলেন, তখন দুই চোর দোতলায় চুরি করতে ব্যস্ত। চুরি শেষে বাড়ির সিঁড়ি দিয়েই নিচে নেমে আসে। এরপর তারা স্কুটারের কাছে গেলে বিদ্যুৎ চলে যায়।

লোডশেডিং চলায় তারা আবার ওই বাড়িতে চুরি করতে যায়। বাড়িতে গিয়ে ফের দোতলায় যায় তারা। তখনই বাড়ির এক সদস্যের মুখে ধরা পড়ে যায়। বাড়ির ওই সদস্য তাদের বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তখন দুই চোর জানায়, তারা গোপালকে খুঁজছে। বাড়ির সদস্য বলেন, এই বাড়িতে গোপাল বলে কেউ নেই। তখনই সোজা বাড়ি থেকে বেড়িয়ে পড়ে চোরদ্বয়।

এরপরই বাড়ির লোকজনের সন্দেহ হয়। তারা খুঁজতে গিয়ে দেখেন, স্বর্ণের গয়না থেকে নগদ অর্থ সব উধাও। পরবর্তীতে কোনো কালক্ষেপণ না করে বাড়ির সদস্যরা পুলিশের কাছে যান। সেখানে গিয়ে দেখেন, এলাকার বাকিরাও তাদের বাড়িতে চুরির অভিযোগ জানাতে এসেছেন।

এ বিষয়ে পুলিশ বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।