দেশের ৫ জেলা ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল।
শনিবার (৯ নভেম্বর) দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা ও মহানগর, রাজবাড়ী জেলা, গোপালগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা এবং এর অধীনস্থ সব থানা ও পৌর ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
শিগগিরই ওইসব জেলা ও থানা ইউনিটসমূহের নতুন কমিটি গঠন করা হবে।
এর আগে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু উপজেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।