সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনাও মিলেছে। সেদিনই কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মাথায় ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কারের টাকা বুঝে পেলো সাবিনা-তহুরারা।
খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা সমবণ্টন করা হয়েছে। এতে সবাই ৩ লাখ সাড়ে ১২ হাজার টাকা করে পেয়েছেন। চেক হস্তান্তরের বিষয়টি আসিফ মাহমুদ নিজের অফিসিয়াল পেজের এক পোস্টে নিশ্চিত করেছেন।
সাফ চ্যাম্পিয়নদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ ও বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে এখনও তা হাতে পায়নি সাবিনারা।