ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলের রাজধানী তেলআবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ‘একটি স্কোয়াড্রন ড্রোন দ্বারা আক্রমণ করেছে’, যা ইসরাইলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে আঘাত হেনেছে।

বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, হাকিরিয়া ঘাঁটিটি ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়, সাধারণ স্টাফ, যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

এছাড়াও হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরাইলের আমোস ঘাঁটিটিও লক্ষ্যবস্তু করেছে। এটি ইসরাইলের উত্তরাঞ্চলীয় দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত।

ইসরাইলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এই আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও দাবি করেছে যে, তারা লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন এবং ৪০টি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে।

হিজবুল্লাহর এই হামলা ইসরাইল কর্তৃক লেবাননের দক্ষিণ প্রান্তে বৈরুতের উপকণ্ঠে আক্রমণের কয়েক ঘণ্টা পর ঘটেছে। বৈরুতে ইসরাইলের ওই আক্রমণে অন্তত ২৮ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তাদের কয়েকজন সেনা সদস্যও দক্ষিণ লেবাননে নিহত হয়েছে। হিব্রু সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, নিহত সেনা সদস্যের সংখ্যা ৮ জন।

হিজবুল্লাহ গত এক মাস ধরে লেবাননের উত্তরে দখলকৃত ইসরাইলি অঞ্চলে রকেট ও ড্রোন আক্রমণ চালাচ্ছে। যা মূলত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত হচ্ছে।

গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ৩,৩৬০ জন নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশই সেপ্টেম্বরের শেষে শুরু হওয়া ইসরাইলের স্থল আক্রমণে নিহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ২১৬ জন শিশু এবং ৩০৮ জন চিকিৎসাকর্মীও রয়েছেন।

এই হামলা এবং পালটা আক্রমণ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে এবং উভয় পক্ষই হামলার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

লেবানন হিজবুল্লাহ ইসরাইল তেলআবিব সামরিক সদর দপ্তর

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত
১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা
১৩ নভেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
লেবাননে সংঘর্ষে ৭ ইসরাইলি সেনা নিহত
১৩ নভেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে যে ‘কঠোর পদক্ষেপ’ নিয়েছে তুরস্ক
১৩ নভেম্বর ২০২৪, ০৮:০১ পিএম
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে: মেয়র
১৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
প্রথমবারের মতো ইসরাইলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর
আরও পড়ুন
সম্পর্কিত খবর
গাজায় ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাচ্ছে ইসরাইল
গাজায় ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাচ্ছে ইসরাইল
ইসরাইলকে নতুন যে হুমকি দিল ইরান
ইসরাইলকে নতুন যে হুমকি দিল ইরান
গাজায় ইসরাইলের যুদ্ধ পদ্ধতি ‘গণহত্যা’র শামিল
গাজায় ইসরাইলের যুদ্ধ পদ্ধতি ‘গণহত্যা’র শামিল
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের নেপথ্যে, একটি সংক্ষিপ্ত পাঠ
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের নেপথ্যে, একটি সংক্ষিপ্ত পাঠ
ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
Jamuna Electronics
আরও পড়ুন
চাপ নয়, জাতীয় স্বার্থেই পারমাণবিক আলোচনায় প্রস্তুত: ইরান
চাপ নয়, জাতীয় স্বার্থেই পারমাণবিক আলোচনায় প্রস্তুত: ইরান
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
ট্রাম্পের ২.০: পলিসি কী হবে, বহির্মুখী না অন্তর্মুখী?
ট্রাম্পের ২.০: পলিসি কী হবে, বহির্মুখী না অন্তর্মুখী?
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
Icon আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonprint sharing buttoncopy sharing button
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
শ্রীলংকার পার্লামেন্টের আগাম নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দিয়েছেন। কারণ, ভেঙে দেওয়া পার্লামেন্টে তার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) আসন ছিল মাত্র তিনটি।

বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচন অনূঢ়ার জন্য একটা ‘পরীক্ষা’। পার্লামেন্টে তার জোটের আসন বাড়লে তা তাকে শক্তিশালী করবে। তখন তিনি তার অর্থনৈতিকসহ অন্যান্য নীতি বাস্তবায়নে গতি আনতে সক্ষম হবেন। আর নির্বাচনের ফলাফল আশানুরূপ না হলে তা অনূঢ়ার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করতে পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। আগামীকাল শুক্রবার সকালের দিকে নির্বাচনের ফলাফল জানা যেতে পারে।

শ্রীলংকার পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়।

বাকি ২৯টি ‘জাতীয়ভিত্তিক আসন’। এগুলো রাজনৈতিক দলগুলো পায় ১৯৬ আসনে প্রাপ্ত ভোটের হিস্যা অনুযায়ী।

রাজনৈতিক দলগুলোকে ভোটের আগেই এই ২৯ আসনের প্রার্থীদের অগ্রাধিকারভিত্তিক নামের তালিকা দিতে হয়। তবে পরে এই তালিকায় নতুন নামও দেওয়া যায়।

এবারের নির্বাচনে ৮ হাজার ৮৮০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারসংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।

২০২২ সালে অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় বহুগুণ। প্রতিবাদে রাস্তায় নামেন দেশটির বিক্ষুব্ধ জনগণ। ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করে দেশ থেকে পালান। এর প্রায় দুই বছর পর গত সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে জয়ী হন বামপন্থী রাজনীতিক অনূঢ়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতা গ্রহণের পর তিনি পার্লামেন্ট ভেঙে দেন। ১৪ নভেম্বর আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

শ্রীলংকায় ২০২০ সালের আগস্টে পাঁচ বছর মেয়াদে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে দেশটিতে আজ পার্লামেন্ট নির্বাচন হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলের রাজধানী তেলআবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ‘একটি স্কোয়াড্রন ড্রোন দ্বারা আক্রমণ করেছে’, যা ইসরাইলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে আঘাত হেনেছে।

বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, হাকিরিয়া ঘাঁটিটি ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়, সাধারণ স্টাফ, যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

এছাড়াও হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরাইলের আমোস ঘাঁটিটিও লক্ষ্যবস্তু করেছে। এটি ইসরাইলের উত্তরাঞ্চলীয় দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত।

ইসরাইলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এই আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও দাবি করেছে যে, তারা লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন এবং ৪০টি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে।

হিজবুল্লাহর এই হামলা ইসরাইল কর্তৃক লেবাননের দক্ষিণ প্রান্তে বৈরুতের উপকণ্ঠে আক্রমণের কয়েক ঘণ্টা পর ঘটেছে। বৈরুতে ইসরাইলের ওই আক্রমণে অন্তত ২৮ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তাদের কয়েকজন সেনা সদস্যও দক্ষিণ লেবাননে নিহত হয়েছে। হিব্রু সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, নিহত সেনা সদস্যের সংখ্যা ৮ জন।

হিজবুল্লাহ গত এক মাস ধরে লেবাননের উত্তরে দখলকৃত ইসরাইলি অঞ্চলে রকেট ও ড্রোন আক্রমণ চালাচ্ছে। যা মূলত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত হচ্ছে।

গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ৩,৩৬০ জন নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশই সেপ্টেম্বরের শেষে শুরু হওয়া ইসরাইলের স্থল আক্রমণে নিহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ২১৬ জন শিশু এবং ৩০৮ জন চিকিৎসাকর্মীও রয়েছেন।

এই হামলা এবং পালটা আক্রমণ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে এবং উভয় পক্ষই হামলার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

লেবানন হিজবুল্লাহ ইসরাইল তেলআবিব সামরিক সদর দপ্তর

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত
১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা
১৩ নভেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
লেবাননে সংঘর্ষে ৭ ইসরাইলি সেনা নিহত
১৩ নভেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে যে ‘কঠোর পদক্ষেপ’ নিয়েছে তুরস্ক
১৩ নভেম্বর ২০২৪, ০৮:০১ পিএম
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে: মেয়র
১৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
প্রথমবারের মতো ইসরাইলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর
আরও পড়ুন
সম্পর্কিত খবর
গাজায় ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাচ্ছে ইসরাইল
গাজায় ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাচ্ছে ইসরাইল
ইসরাইলকে নতুন যে হুমকি দিল ইরান
ইসরাইলকে নতুন যে হুমকি দিল ইরান
গাজায় ইসরাইলের যুদ্ধ পদ্ধতি ‘গণহত্যা’র শামিল
গাজায় ইসরাইলের যুদ্ধ পদ্ধতি ‘গণহত্যা’র শামিল
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের নেপথ্যে, একটি সংক্ষিপ্ত পাঠ
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের নেপথ্যে, একটি সংক্ষিপ্ত পাঠ
ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার শেষ সময়ে এসে গাজা যুদ্ধের অবসান চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি
Jamuna Electronics
আরও পড়ুন
চাপ নয়, জাতীয় স্বার্থেই পারমাণবিক আলোচনায় প্রস্তুত: ইরান
চাপ নয়, জাতীয় স্বার্থেই পারমাণবিক আলোচনায় প্রস্তুত: ইরান
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
ট্রাম্পের ২.০: পলিসি কী হবে, বহির্মুখী না অন্তর্মুখী?
ট্রাম্পের ২.০: পলিসি কী হবে, বহির্মুখী না অন্তর্মুখী?
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
Icon আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonprint sharing buttoncopy sharing button
শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ভোট চলছে
শ্রীলংকার পার্লামেন্টের আগাম নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দিয়েছেন। কারণ, ভেঙে দেওয়া পার্লামেন্টে তার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) আসন ছিল মাত্র তিনটি।

বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচন অনূঢ়ার জন্য একটা ‘পরীক্ষা’। পার্লামেন্টে তার জোটের আসন বাড়লে তা তাকে শক্তিশালী করবে। তখন তিনি তার অর্থনৈতিকসহ অন্যান্য নীতি বাস্তবায়নে গতি আনতে সক্ষম হবেন। আর নির্বাচনের ফলাফল আশানুরূপ না হলে তা অনূঢ়ার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করতে পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকাল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। আগামীকাল শুক্রবার সকালের দিকে নির্বাচনের ফলাফল জানা যেতে পারে।

শ্রীলংকার পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়।

বাকি ২৯টি ‘জাতীয়ভিত্তিক আসন’। এগুলো রাজনৈতিক দলগুলো পায় ১৯৬ আসনে প্রাপ্ত ভোটের হিস্যা অনুযায়ী।

রাজনৈতিক দলগুলোকে ভোটের আগেই এই ২৯ আসনের প্রার্থীদের অগ্রাধিকারভিত্তিক নামের তালিকা দিতে হয়। তবে পরে এই তালিকায় নতুন নামও দেওয়া যায়।

এবারের নির্বাচনে ৮ হাজার ৮৮০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারসংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।

২০২২ সালে অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় বহুগুণ। প্রতিবাদে রাস্তায় নামেন দেশটির বিক্ষুব্ধ জনগণ। ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করে দেশ থেকে পালান। এর প্রায় দুই বছর পর গত সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে জয়ী হন বামপন্থী রাজনীতিক অনূঢ়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতা গ্রহণের পর তিনি পার্লামেন্ট ভেঙে দেন। ১৪ নভেম্বর আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

শ্রীলংকায় ২০২০ সালের আগস্টে পাঁচ বছর মেয়াদে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে দেশটিতে আজ পার্লামেন্ট নির্বাচন হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।