শীতে বাড়ে চুলের রুক্ষতা। শীতের শুষ্ক আবহাওয়া মাথার ত্বক থেকে কন্ডিশনার এবং আর্দ্রতা বের করে দেয়। ফলে চুল যেমন নিষ্প্রাণ হয়ে পড়ে, তেমনি বাড়ে খুশকির প্রকোপ। বছরের অন্যান্য সময়ের মতো শীতেও তাই চুলে তেল ব্যবহার করা ভীষণ জরুরি। চুলের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে তেল। শীতকালে চুল ও মাথার ত্বকে কতবার তেল দেওয়া উচিত জেনে নিন।
শীতকালে সপ্তাহে দুইবার তেল দিন চুলে। এতেই পুষ্টি এবং আর্দ্রতা পাবে চুল। উষ্ণ তেলের ফোঁটা চুলের ফলিকল শক্তিশালী করে এবং ময়েশ্চারাইজ করে। আমাদের মাথার ত্বক নিজেকে পুষ্ট রাখতে প্রাকৃতিক তেল তৈরি করে যা শুষ্ক আবহাওয়ার কারণে কমে যায়। ফলে শীতকালে আমাদের মাথার ত্বকের অতিরিক্ত যত্ন এবং তেল প্রয়োজন।
সিরাম ড্রপার বা আঙুলের ডগা দিয়ে তেল দিতে পারেন চুলের গোড়ায়। তবে কখনোই চুলে ১০ ঘন্টার বেশি তেল রাখবেন না। তেল মাথার ত্বকের ছিদ্র আটকে রাখতে পারে এবং ধুলো এবং দূষণকে আকর্ষণ করতে পারে। এতে হিতে বিপরিত হবে। চুলে ৩ থেকে ৪ ঘণ্টা তেল রাখাই যথেষ্ট। তেল দেওয়ার পর গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে চুল জড়িয়ে রাখুন। এতে চুল দ্রুত আর্দ্রতা শোষণ করতে পারে।