আইসিসির আচরণবিধি লংঘনের কারণে শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকা পেসার জেরাল্ড কোয়েটজি। জোহানেসবার্গে ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
ভারতের ইনিংসে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন কোয়েটজি। আম্পায়ার ওয়াইড দিলে তাকে উদ্দেশ্য করে অনুপযুক্ত মন্তব্য করেন প্রোটিয়া পেসার।
অপরাধ স্বীকার করেছেন কোয়েটজি। শাস্তিও মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন নেই। এই পেসারের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।
একই দিনে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের সুফিয়ান মাহমুদ আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ডাচ অধিনায়ক আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। আউট দেওয়ার পর আম্পায়ারকে ব্যাট দেখান। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় নিজের ব্যাট ও গ্লাভস ছুড়ে মারেন।
আইসিসি বিষয়টি হালকাভাবে নেয়নি। এডওয়ার্ডস পেয়েছেন দুটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
এদিকে ওমানের সুফিয়ান নেদারল্যান্ডসের ব্যাটার তেজা নিদামানুরুকে আউট করার পর তার সামনে গিয়ে ড্রেসিংরুমে চলে যেতে বলেন। এজন্য শাস্তি পেয়েছেন তিনি। একটি ডিমেরিট পয়েন্টের সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাকে।