সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির

সাম্প্রতিক সময়ে ক্রমান্বয়ে বাড়ছে বিবাহবিচ্ছেদ। বিবাহবিচ্ছেদের ঘটনায় সম্প্রতি শিরোনাম হয়েছেন সংগীত পরিচালক এ আর রহমান।

A R Rahman His Wife 673dcb422d908৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। বিবাহবিচ্ছেদের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

Joyob Rabi Arti 673dcb5c29d33১৫ বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেতা জয়ম রবি ও আরতি দম্পতি। ২০০৯ সালে বিয়ে করেন আরতি-রবি। তাদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে।

Dhanush Aishwarya 673dcb69c4477১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন দক্ষিণী সিনেমার আরেক তারকা ধানুষ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। ২০০৪ সালে মহাধুমধাম করে বিয়ে হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া আর অভিনেতা ধানুষের।

১৮ বছর পর তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণায় অনেকেরই ধারণা ছিল- হয়তো ভুল বোঝাবুঝি, মান-অভিমান মিটিয়ে নিয়ে ফের এক হবেন তারা! অবশেষে আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা জুটি।

GV Prakash Wife Saindhavi 673dcc152ee9bতামিল অভিনেতা ও সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমার বিয়ের ১১ বছর পর তার স্ত্রী সাইন্ধবিকে তালাক দেন।

ভারতীয় সিনেমার আরেক জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। চার বছর আগে সামান্থাকে তালাক দেন নাগা চৈতন্য। খবর রটে- শোভিতা ধুলিপালাই তাদের বিচ্ছেদের কারণ। বর্তমানে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের আয়োজন চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির

সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় যে ৫ দম্পতির

সাম্প্রতিক সময়ে ক্রমান্বয়ে বাড়ছে বিবাহবিচ্ছেদ। বিবাহবিচ্ছেদের ঘটনায় সম্প্রতি শিরোনাম হয়েছেন সংগীত পরিচালক এ আর রহমান।

A R Rahman His Wife 673dcb422d908৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। বিবাহবিচ্ছেদের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

Joyob Rabi Arti 673dcb5c29d33১৫ বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেতা জয়ম রবি ও আরতি দম্পতি। ২০০৯ সালে বিয়ে করেন আরতি-রবি। তাদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে।

Dhanush Aishwarya 673dcb69c4477১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন দক্ষিণী সিনেমার আরেক তারকা ধানুষ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। ২০০৪ সালে মহাধুমধাম করে বিয়ে হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া আর অভিনেতা ধানুষের।

১৮ বছর পর তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণায় অনেকেরই ধারণা ছিল- হয়তো ভুল বোঝাবুঝি, মান-অভিমান মিটিয়ে নিয়ে ফের এক হবেন তারা! অবশেষে আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা জুটি।

GV Prakash Wife Saindhavi 673dcc152ee9bতামিল অভিনেতা ও সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমার বিয়ের ১১ বছর পর তার স্ত্রী সাইন্ধবিকে তালাক দেন।

ভারতীয় সিনেমার আরেক জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। চার বছর আগে সামান্থাকে তালাক দেন নাগা চৈতন্য। খবর রটে- শোভিতা ধুলিপালাই তাদের বিচ্ছেদের কারণ। বর্তমানে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের আয়োজন চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।