জাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
জাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। প্রধান ফটকে ছাড়াও জয় বাংলা গেট (প্রান্তিক গেট) তালা মারে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

অবস্থা কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘আমরা সবাই রাচির ভাই, রাচি হত্যার বিচার চাই’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দায়িত্বরত গার্ড পারভেজ জানান, ‘শিক্ষার্থীরা সকালে গেটে তালা মেরে দিয়েছেন। সকাল থেকেই আমরা কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দিইনি।’

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে আমরা আজকের এই ব্লকেড কর্মসূচি পালন করছি। গতকালকে প্রশাসন থেকে ঘোষণা আসার আগেই আমরা ৫৩ ব্যাচ সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। আমাদের দাবিগুলো পূরণের জন্য প্রশাসন ৪৮ ঘণ্টা সময় নিয়েছে। এর মধ্যে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পেলে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করব। সিনিয়র সকল ব্যাচকেও আমাদের সঙ্গে সংহতি জানানোর জন্য আহ্বান করব।

আরেক শিক্ষার্থী বলেন, এক মাসের মাথায় আমরা প্রশাসনের পক্ষ থেকে উপহার পেলাম আমাদের বন্ধুর লাশ। এর বিচারের দাবিতে আমরা গতকাল থেকে আন্দোলন শুরু করেছি। আজ ভোর ৬টা থেকে আন্দোলন চলছে। যে চাকায় আমার বন্ধু লাশ হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কোনো চাকা ঘুরবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

জাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। প্রধান ফটকে ছাড়াও জয় বাংলা গেট (প্রান্তিক গেট) তালা মারে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

অবস্থা কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘আমরা সবাই রাচির ভাই, রাচি হত্যার বিচার চাই’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দায়িত্বরত গার্ড পারভেজ জানান, ‘শিক্ষার্থীরা সকালে গেটে তালা মেরে দিয়েছেন। সকাল থেকেই আমরা কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দিইনি।’

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে আমরা আজকের এই ব্লকেড কর্মসূচি পালন করছি। গতকালকে প্রশাসন থেকে ঘোষণা আসার আগেই আমরা ৫৩ ব্যাচ সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। আমাদের দাবিগুলো পূরণের জন্য প্রশাসন ৪৮ ঘণ্টা সময় নিয়েছে। এর মধ্যে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পেলে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করব। সিনিয়র সকল ব্যাচকেও আমাদের সঙ্গে সংহতি জানানোর জন্য আহ্বান করব।

আরেক শিক্ষার্থী বলেন, এক মাসের মাথায় আমরা প্রশাসনের পক্ষ থেকে উপহার পেলাম আমাদের বন্ধুর লাশ। এর বিচারের দাবিতে আমরা গতকাল থেকে আন্দোলন শুরু করেছি। আজ ভোর ৬টা থেকে আন্দোলন চলছে। যে চাকায় আমার বন্ধু লাশ হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কোনো চাকা ঘুরবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।