জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শীতকালীন সবজি চাষে মন দিয়েছেন। বাড়ির আঙ্গিনায় চাষ করছেন ফুলকপি, ধনেপাতা, বেগুন-সহ আরও অনেক সবজি। এর আগে নিজের বাড়ির ছাদ ও বারান্দায় ফুল, ফল, সবজি চাষ করতে দেখা গেছে গুণী এই অভিনেত্রীকে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি জমি থেকে ফুলকপি সংগ্রহ করছেন।
ভিডিও ক্যাপশনে জয়া লিখেছেন, “প্রকৃতির কোলে রোদ এবং ধুলো মাখা হাত। বাগান করার জীবনটাই সেরা।”
জয়া আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, তার পরিবারেরই বাগানে শীতের সবজি চাষ করা হচ্ছে। জয়া বললেন, “আমি প্রকৃতিপ্রেমী মানুষ। সে গাছপালা হোক বা ছাদবাগান, সময় দিতে ভালো লাগে।”
জয়ার মতে, তার পরিবারে প্রত্যেকেরই প্রকৃতির প্রতি আলাদা রকমের ভালবাসা রয়েছে। সেই সূত্রে অভিনেত্রীর মধ্যেও সেই গুণ প্রবেশ করেছে। বললেন, “এই মুহূর্তে আমি ঢাকাতেই রয়েছি। এখানেই বাগানে একটু সময় কাটাচ্ছি।”
গত বছর বলিউডের “কড়ক সিংহ”ছবিতে জয়ার অভিনয় প্রশংসিত হয়। চলতি বছরেই পশ্চিম বাংলার ছবি “ভূতপরী’তে অভিনেত্রীকে দেখেছেন দর্শক। জয়ার বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।