সাভারে বাসের ধাক্কায় প্রত্যয় সরকার নামে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক করে বিক্ষোভ করছে কলেজটির শিক্ষার্থীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
এর আগে, গতকাল রবিবারও অল্প সময়ের জন্য মহাসড়কটি অবরোধ করে দায়ীদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা দুপুর থেকে সড়কটি অবরোধ করেছে। আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
উল্লেখ্য, গত শনিবার (২১ ডিসেম্বর) বাসের ধাক্কায় প্রত্যয় সরকার নামে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহত হন। তিনি কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
শনিবার সকাল ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যান প্রত্যয়।