রাহাত ফতেহ আলীর পর আফ্রিদিরও ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
রাহাত ফতেহ আলীর পর আফ্রিদিরও ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশ

চলতি মাসে বাংলাদেশে জোড়া কনসার্টে পারফর্ম করেছেন পাকিস্তানের সংগীত তারকা রাহাত ফতেহ আলী খান। এর ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশ ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি। এবার তার স্বদেশী ক্রিকেটার শহীদ আফ্রিদিও বাংলাদেশকে তার ‘দ্বিতীয় বাড়ি’ আখ্যা দিয়েছেন।

একসময় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়েছেন আফ্রিদি। এবার বিপিএলে এসেছেন চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চিটাগং কিংসের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন তিনি।

মিরপুরে টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমি সবসময়ই বলি–বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। আমিও বাংলাদেশ থেকে অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে এবং ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনও উপভোগ করছি।’

ম্যাচে চিটাগংয়ের ব্যাটার ও’কনেলকে টাইমড আউট করে পরে ফিরিয়ে আনেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ প্রসঙ্গে সাবেক পাকিস্তান অধিনায়ক আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালোই ব্যাপারটা।’

প্রসঙ্গত, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খুলনার কাছে ৩৭ রানে হেরেছে চিটাগং। আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৩ রান করে খুলনা। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি তুলতে পারেনি চট্টলার দলটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাহাত ফতেহ আলীর পর আফ্রিদিরও ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশ

রাহাত ফতেহ আলীর পর আফ্রিদিরও ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশ

চলতি মাসে বাংলাদেশে জোড়া কনসার্টে পারফর্ম করেছেন পাকিস্তানের সংগীত তারকা রাহাত ফতেহ আলী খান। এর ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশ ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি। এবার তার স্বদেশী ক্রিকেটার শহীদ আফ্রিদিও বাংলাদেশকে তার ‘দ্বিতীয় বাড়ি’ আখ্যা দিয়েছেন।

একসময় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়েছেন আফ্রিদি। এবার বিপিএলে এসেছেন চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চিটাগং কিংসের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন তিনি।

মিরপুরে টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমি সবসময়ই বলি–বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। আমিও বাংলাদেশ থেকে অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে এবং ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনও উপভোগ করছি।’

ম্যাচে চিটাগংয়ের ব্যাটার ও’কনেলকে টাইমড আউট করে পরে ফিরিয়ে আনেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ প্রসঙ্গে সাবেক পাকিস্তান অধিনায়ক আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালোই ব্যাপারটা।’

প্রসঙ্গত, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খুলনার কাছে ৩৭ রানে হেরেছে চিটাগং। আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৩ রান করে খুলনা। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি তুলতে পারেনি চট্টলার দলটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।