রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবীর মিত্রর বয়স হয়েছিল ৮১ বছর।
এ বিষয়ে অভিনেতা মিশা সওদাগর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মিশা সওদাগর লিখেছেন, “প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।”
ভক্ত-অনুরাগীরা তার মৃত্যুর শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য প্রকাশ করেছেন।
প্রবীর মিত্র ১৩ দিন ধরে শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২২ ডিসেম্বর শরীরে অক্সিজেন স্বল্পতা ও বিভিন্ন অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন প্রবীর মিত্র। ১৯৮২ সালে ‘বড় ভাল লোক ছিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।
প্রবীর মিত্র ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।