ইন্টার ইউনিভার্সিটি কালচারাল ফেস্ট-২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ইভেন্ট বক্স আয়োজিত বাংলাদেশের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় স্থান অর্জন করেছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আকাশ সরকারের নেতৃত্বে ২০ জনের একটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিলো, ভরতনাট্যম, লোক নৃত্য, সুফি নৃত্য,ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য ও গান এবং নাটক।
নাটকের অংশে ছিল প্রণয় সরকার নির্দেশিত কালিকাচ৷ ঐতিহ্যবাহী ধামাইল গান পরিবেশন করেন মোক্তাফী রওনক ঐতৃজা এবং ধামাইল নাচ করেছে ইন্দ্রানী, সুপ্তি, লগ্ন, কুমু, কাকন, নোভা, ইতি। প্রতিযোগিতার মূল কন্সেপ্ট এবং স্ক্রিপট ছিলো আকাশ সরকারের।
২০ সদস্যের এই প্রতিনিধি দলের হয়ে অংশগ্রহণ করেন, ইন্দ্রানী, কুমু, সুপ্তি, লগ্ন, প্রজ্ঞা, জিতাদিত্ত, তিথী, রনি, রাব্বি, জয়ন্ত, নাসির, কাকন, নোভা, ইতি, ঐতৃজা, সৌমিক, প্রণয়, আকাশ, নাসির প্রমুখ।
এ বিষয়ে উছ্বাস প্রকাশ করে আকাশ সরকার বলেন,প্রথমবার আয়োজিত ইভেন্ট বক্স এর প্রতিযোগীতায় আমরা ১ম চ্যাম্পিয়ন এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সবথেকে বড় পাওয়া দর্শকদের আমরা নতুন কিছু দেখাতে পেরেছি৷ অনেক দর্শক প্রথমবারের মত কালিকাচ এবং সুফিনৃত্য সরাসরি দেখেছেন৷ সৃষ্টির আনন্দ এখানেই ৷
চ্যাম্পিয়ন হওয়ার ফলে আমাদের দায়িত্ববোধ বেড়ে গেলো। সবাই আমাদের কাছ থেকে ভালো কনসেপ্ট ভালো মানের শিল্প আশা করবে এটাই স্বাভাবিক৷ আগামীতেও আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবো। এ ক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকেও আমরা যথাযথ সহযোগীতা আশা করি ৷