ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে দিন জুড়ে মুখরিত ছিল উপজেলার বারবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির ও পূজা প্রাঙ্গণ।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বারবাড়িয়া সর্বজনীন পূজা কমিটি জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল বা শোভাযাত্রার আয়োজন করে। ঢাকা-আরিচা মহাসড়ক ও স্থানীয় কয়েকটি সড়ক ঘুরে আবার মন্দিরে এসে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রায় একাধিক শিশু নাগপঞ্চমীর আশ্রয়ে পিতা বসুদেবের কোলে শিশু শ্রীকৃষ্ণ সেজেছিল। এ ছাড়া বাল্যরূপে নানা সাজের শ্রীকৃষ্ণ, রাধা-কৃষ্ণবাহীবহর ছিল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ।
শোভাযাত্রার পরে মন্দির প্রাঙ্গণে বাবু ননীগোপালের সঞ্চালনায় ও মনোরঞ্জন পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা। এছাড়াও গীতাযজ্ঞ ও ধর্মীয় আচারে কয়েকশ ভক্ত অংশ নেন।
মন্দির প্রাঙ্গনে এদিন শ্রীকৃষ্ণ বিষয়ক চিত্রাঙ্কন, শ্লোক ও ধর্মীয় সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের বইসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
বিকেলে প্রসাদ বিতরণের পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।