জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা সফরের দ্বিতীয় দিনে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের প্রথম কর্মসূচি শুরু করেন।
এ সময় জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। জাদুঘরের সংরক্ষিত পরিদর্শন বইওয়ে স্বাক্ষর করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন ও অন্যান্য কর্মকাণ্ড শেষে ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট।