হাসপাতাল থেকে গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) বাসায় ফিরেছেন অভিনেতা আফজাল হোসেন।
তথ্যটি জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন বলেন, আফজাল ভাই আগের চেয়ে অনেকটাই সুস্থ। এ কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরছেন তিনি।
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ সেপ্টেম্বর রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ সিনেমার শুটিং করার কথা ছিলো আফজাল হোসেনের। তার অসুস্থতায় এ শুটিং বাতিল হয়।