দেশে ইনজেক্টেবল স্যালাইনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ডিস্ট্রিবিউটররা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে৷
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর টিসিবি ভবনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে স্যালাইনের স্বাভাবিক সরবরাহ-বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এ সময় ফার্মেসিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কাল (১৪ সেপ্টেম্বর) থেকে সিলগালা করাসহ লাইসেন্স বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দেন অধিদপ্তরের মহাপরিচালক।
তবে ডিস্ট্রিবিউটরা বলেছেন, গত দুই মাসে তারা স্যালাইন পাচ্ছেন না; আর ব্যবসায়ীরা বলছেন, তারা সরবরাহ করছেন।