নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের শুভসূচনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) নারী বাস্কেটবল দল।
আজ বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর প্লে গ্রাউন্ডে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়কে ১২-৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী বাস্কেটবল দল।
দলের পক্ষে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওশীন সুলতানা নাবিলা।
প্রথম জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাস্কেটবল দলের সদস্য ঐতিহ্য বলেন, প্রথম বারের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী বাস্কেটবল দল গঠন করা হয়েছে আর এবারই আমরা প্রথম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। প্রথম ম্যাচ জিততে পেরে খুবই ভালো লাগছে, সামনেও এই জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালে ৭ টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় দেশের ৭০ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।