ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মির্জা সালাউদ্দীনকে উত্তরা জোনের এডিসি, কোতোয়ালি জোনের এডিসি মো. মুহিত কবীর সেরনিয়াবাতকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে এবং উত্তরা জোনের মো. বদরুল হাসানকে লালবাগের কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে।
এছাড়া এসি পদমর্যাদার দুই কর্মকর্তার মধ্যে বাড্ডা জোনের মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে ডিবি তেজগাঁও বিভাগে এবং ডিবি তেজগাঁও বিভাগের রাজন কুমার সাহাকে গুশলান বিভাগের বাড্ডা জোনে বদলি করা হয়েছে।