গতকাল রোববার শেষ হয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপ শুরু হতে সময় আছে আর মাত্র ১৬ দিন। ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে ১২টি দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছে।
বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার আগে প্রস্তুতি জোরদারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি।
দ্বিপাক্ষিক এ সিরিজে অংশ নিতে ২০১৩ সালের পর ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলে নভেম্বরে ২টি টেস্ট ম্যাচ খেলতে ফের বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। টেস্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।