ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইলিয়াস আলী ওরফে নিরব(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২২ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৩ টায় উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত ইলিয়াস আলী নিরব ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩ টায় উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের ইলিয়াস আলী ওরফে নিরবের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।