গবির ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়

মোঃ মোজাহিদুল ইসলাম ক্যাম্পাস প্রতিনিধি, গবি
গবির ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের স্নাতক ৩৭তম ব্যাচকে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায় জানিয়েছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২য় তলার এ ব্লকে দিনব্যাপি দুই পর্বের বর্ণিল আয়োজনের সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেকুজ্জামান যার প্রথম পর্বে আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

বিভাগের বিদায়ী শিক্ষার্থী নাহিদ আলম বলেন, বিদায় বিষয়টি দুঃখের হলেও, আমাদের এ বিদায় আনন্দেরও। সবার কাছেই বিশ্ববিদ্যালয়ে অতিবাহিত দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বিশ্ববিদ্যালয়ের চার বছরের জীবনে শিক্ষকবৃন্দের অবদান অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র সকলে আমরা ছিলাম একে অপরের সহায়ক। সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না তাই কালের পরিক্রমায় আমাদেরও বিদায় নিতে হচ্ছে। শিক্ষকবৃন্দ ও সিনিয়রদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হারেজ বলেন, আমি মনে করি ফার্মেসি বিভাগ বিশ্ববিদ্যালয়ের পথপ্রদর্শক। বিশ্ববিদ্যালয়ের একটি প্রাচীন এবং সাজানো গোছানো বিভাগ। যারা সেরা তারা সকল ক্ষেত্রেই যে সেরা ফার্মেসি বিভাগ তার প্রমান। ফার্মেসি বিভাগ থেকে পড়াশোনা করে কেউ বেকার থাকেনা। সকলের জন্য শুভ কামনা জানাই।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ বলেন, ফার্মেসি বিভাগ গণবিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। বিভাগের শিক্ষার মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, প্রাকটিক্যাল ক্লাসের জন্য ল্যাব বৃদ্ধি করা হয়েছে, ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। আরো যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে করা হবে যাতে, ফার্মেসি কাউন্সিল বিভাগকে নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে।

পরবর্তীতে তিনি বিদায়ী শিক্ষার্থীদের মাস্টার্স (এম. ফার্ম) প্রোগ্রামে ভর্তি হওয়ার আহ্বান জানান এবং মাত্র একলক্ষ টাকায় মাস্টার্স শেষ করার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেকুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আজকে মনে হল হল সাজ সাজ রব, বিভাগকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছ তোমরা। আমার মনে হয় এদিনটি আজকে তোমাদের বিদায় নয় বরং নতুনভাবে বরন করে নেওয়া হচ্ছে। বিভাগের সাথে তোমাদের মনোমালিন্য হতে পারে, আশা করি তোমরা এগুলো মনে না রেখে শিক্ষার মান বজায় রাখতে সবসময় বিভাগের সাথে থাকবে।

তিনি আরো বলেন, আজ থেকে তোমরা বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড এম্বাসেডর, উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিংবা কর্মস্থলে তোমরা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন , ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক বিনীতা বিলকিস, সহকারী অধ্যাপক মোসাঃ রোজিনা পারুল, সিনিয়র প্রভাষক এ.এফ.এম মাহমুদুল ইসলাম, সিনিয়র প্রভাষক মোঃ আব্দুর রউফ, সিনিয়র প্রভাষক মোছাঃ মাহফুজা খাতুন, প্রভাষক অনন্ত কুমার দাস, প্রভাষক তানিয়া আহমেদ তন্বী, সহকারী প্রভাষক শারমিন জাহান, সহকারী প্রভাষক অনিক কুমার দে, সহকারী প্রভাষক মোঃ জুনায়েদ হারুনী সহ বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।পরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গবির ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়

গবির ফার্মেসি বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের স্নাতক ৩৭তম ব্যাচকে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায় জানিয়েছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২য় তলার এ ব্লকে দিনব্যাপি দুই পর্বের বর্ণিল আয়োজনের সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেকুজ্জামান যার প্রথম পর্বে আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান এবং দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

বিভাগের বিদায়ী শিক্ষার্থী নাহিদ আলম বলেন, বিদায় বিষয়টি দুঃখের হলেও, আমাদের এ বিদায় আনন্দেরও। সবার কাছেই বিশ্ববিদ্যালয়ে অতিবাহিত দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বিশ্ববিদ্যালয়ের চার বছরের জীবনে শিক্ষকবৃন্দের অবদান অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র সকলে আমরা ছিলাম একে অপরের সহায়ক। সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না তাই কালের পরিক্রমায় আমাদেরও বিদায় নিতে হচ্ছে। শিক্ষকবৃন্দ ও সিনিয়রদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হারেজ বলেন, আমি মনে করি ফার্মেসি বিভাগ বিশ্ববিদ্যালয়ের পথপ্রদর্শক। বিশ্ববিদ্যালয়ের একটি প্রাচীন এবং সাজানো গোছানো বিভাগ। যারা সেরা তারা সকল ক্ষেত্রেই যে সেরা ফার্মেসি বিভাগ তার প্রমান। ফার্মেসি বিভাগ থেকে পড়াশোনা করে কেউ বেকার থাকেনা। সকলের জন্য শুভ কামনা জানাই।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ বলেন, ফার্মেসি বিভাগ গণবিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। বিভাগের শিক্ষার মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, প্রাকটিক্যাল ক্লাসের জন্য ল্যাব বৃদ্ধি করা হয়েছে, ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। আরো যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে করা হবে যাতে, ফার্মেসি কাউন্সিল বিভাগকে নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে।

পরবর্তীতে তিনি বিদায়ী শিক্ষার্থীদের মাস্টার্স (এম. ফার্ম) প্রোগ্রামে ভর্তি হওয়ার আহ্বান জানান এবং মাত্র একলক্ষ টাকায় মাস্টার্স শেষ করার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেকুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আজকে মনে হল হল সাজ সাজ রব, বিভাগকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছ তোমরা। আমার মনে হয় এদিনটি আজকে তোমাদের বিদায় নয় বরং নতুনভাবে বরন করে নেওয়া হচ্ছে। বিভাগের সাথে তোমাদের মনোমালিন্য হতে পারে, আশা করি তোমরা এগুলো মনে না রেখে শিক্ষার মান বজায় রাখতে সবসময় বিভাগের সাথে থাকবে।

তিনি আরো বলেন, আজ থেকে তোমরা বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড এম্বাসেডর, উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিংবা কর্মস্থলে তোমরা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন , ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক বিনীতা বিলকিস, সহকারী অধ্যাপক মোসাঃ রোজিনা পারুল, সিনিয়র প্রভাষক এ.এফ.এম মাহমুদুল ইসলাম, সিনিয়র প্রভাষক মোঃ আব্দুর রউফ, সিনিয়র প্রভাষক মোছাঃ মাহফুজা খাতুন, প্রভাষক অনন্ত কুমার দাস, প্রভাষক তানিয়া আহমেদ তন্বী, সহকারী প্রভাষক শারমিন জাহান, সহকারী প্রভাষক অনিক কুমার দে, সহকারী প্রভাষক মোঃ জুনায়েদ হারুনী সহ বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ।পরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।