আইএমএফের শর্ত পূরণে ব্যর্থ বাংলাদেশ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
আইএমএফের শর্ত পূরণে ব্যর্থ বাংলাদেশ
ফাইল ছবি

আইএমএফের দেওয়া দুই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শর্ত দুটি হলো- নেট রিজার্ভ সংরক্ষণ ও রাজস্ব আদায় করতে পারেনি বলে আইএমএফকে জানানো হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফের রিভিউ মিটিং শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক এসব তথ্য জানান।

এবিষয়ে আইএমএফ কোনো মন্তব্য করেছে কিনা জানতে চাইলে মেজবাউল হক বলেন, উনারা তো বিষয়টি জানেন। তারা প্রতি নিয়তই আমাদের মনিটরিং করছে। তাই এ নিয়ে তারা কোনো মন্তব্য করেননি। আজকে তো তাদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আইএমএফ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গেও আলাপ করবেন তখন হয়তো কোনো সিদ্ধান্ত জানানো যাবে।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশ ব্যাংকে বেশকিছু শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হলো- বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণ, বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভের প্রতিবেদন প্রকাশ, ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার নির্ধারণ এবং ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা পূরণ করা।

আইএমএফের দেওয়া শর্তগুলোর মধ্যে নিট রিজার্ভ ২৪. ৪৬ শতাংশ সংরক্ষণের বিষয়ে অব্যাহতি দেওয়ার জন্য এবার বাংলাদেশ ব্যাংক আইএমএফের কাছে আবেদন জানাবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইএমএফের শর্ত পূরণে ব্যর্থ বাংলাদেশ

আইএমএফের শর্ত পূরণে ব্যর্থ বাংলাদেশ
ফাইল ছবি

আইএমএফের দেওয়া দুই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শর্ত দুটি হলো- নেট রিজার্ভ সংরক্ষণ ও রাজস্ব আদায় করতে পারেনি বলে আইএমএফকে জানানো হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফের রিভিউ মিটিং শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক এসব তথ্য জানান।

এবিষয়ে আইএমএফ কোনো মন্তব্য করেছে কিনা জানতে চাইলে মেজবাউল হক বলেন, উনারা তো বিষয়টি জানেন। তারা প্রতি নিয়তই আমাদের মনিটরিং করছে। তাই এ নিয়ে তারা কোনো মন্তব্য করেননি। আজকে তো তাদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আইএমএফ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গেও আলাপ করবেন তখন হয়তো কোনো সিদ্ধান্ত জানানো যাবে।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশ ব্যাংকে বেশকিছু শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হলো- বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণ, বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভের প্রতিবেদন প্রকাশ, ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার নির্ধারণ এবং ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা পূরণ করা।

আইএমএফের দেওয়া শর্তগুলোর মধ্যে নিট রিজার্ভ ২৪. ৪৬ শতাংশ সংরক্ষণের বিষয়ে অব্যাহতি দেওয়ার জন্য এবার বাংলাদেশ ব্যাংক আইএমএফের কাছে আবেদন জানাবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।