ঢাকার ধামরাইয়ে তরুণীর গোসলের ভিডিও প্রকাশের অভিযোগে আরিয়ান (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) দশ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হয়েছে।
এর আগে, সোমবার রাতে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই এ ঘটনায় লিখিত অভিযোগ ও মামলা করেন ভুক্তভোগী তরুণীর মা।
গ্রেপ্তার আরিয়ান ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে অন্য অভিযুক্তরা হলেন- আহাদ (৪০) ও ঝন্টু (৩৮), মোনায়েম হোসেন (৫০), আছমা বেগম (৪৫), কবীর হোসেন (৫০) ও রেবা, (৪২).
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ ডিসেম্বর বাথরুমে গোসল করার সময় অভিযুক্ত তরুণ তার মেয়ের গোসলের ভিডিও ধারণ করে। বিষয়টি টের পেয়ে তরুণীর মা ওই তরুণের পরিবারকে বিষয়টি অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাবা-মা ওই তরুণীর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও তাকে মারধর করেন। এমনকি ওই তরুণীর ঘরে ঢুকে তাদের বাড়িতেও ভাংচুর চালায়। এরপর তিনি থানায় অভিযোগ করেন। এর কিছুদিন পর গুগল ড্রাইভের একটি লিংকের মাধ্যমে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় ওই অভিযুক্ত তরুণ।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।