ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত।
আজ (শুক্রবার) জিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৯৬ রানে। যে রান তুলতে কোনো অসুবিধাই হয়নি ভারতের।
মাত্র ৯.২ ওভারে জয় নিশ্চিত করে তারা।
সেমিফাইনালে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল সকালে ব্রোঞ্জ পদকের লক্ষ্যে খেলবে সাইফ হাসানের দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে আজ দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল- পাকিস্তান অথবা আফগানিস্তান।
মিনিট পনেরোর মধ্যেই বদলে গেল দৃশ্যপট। যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমতো ধুঁকছিলেন। সেই উইকেটেই ভারতের ব্যাটসম্যানরা টর্নেডো গতিতে ব্যাটিং করেছেন। ৯৭ রানের টার্গেট মাত্র দশ ওভারের মধ্যেই করেছে।