যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) আরও ৭২ মেট্রিক টন (৭২,০০০ কেজি) ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে এই স্থলবন্দর দিয়ে ৯ দিনে মোট ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হলো।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিলের দেওয়া তথ্যানুযায়ী, বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২১ সেপ্টেম্বর ৭৭ মেট্রিক টন ১০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ মেট্রিক টন ১০০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৫৬ মেট্রিক টন ৫০০ কেজি, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি, ২৭ সেপ্টেম্বর বুধবার ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি, ৩০ সেপ্টেম্বর শনিবার ৯১ মেট্রিক টন ৫০০ কেজি, ৩ অক্টোবর মঙ্গলবার ৯৮ মেট্রিক টন ৬০০ কেজি, ৪ অক্টোবর ৮৩ মেট্রিক টন ৯০০ কেজি এবং ৫ অক্টোবর ৭২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন, “দুর্গাপূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কোলকাতায়। এ জন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি “
বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। গত ৯ দিনে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ ভারতে গেছে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রপ্তানি করা হবে।”
আগামী ২০ অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে ভারতে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ৭৯টি প্রতিষ্ঠান এই অনুমতি পেয়েছে।
গত বছর পূজার সময় ২,৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে রপ্তানি হয়েছিল ১,৩০০ টন।