সাত বছর পর ভারতের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে পাকিস্তান। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামছে তারা।
এশিয়া কাপে ভরাডুবির পর বিশ্বকাপে আগের অবস্থায় নেই পাকিস্তানের আত্মবিশ্বাস। তার ওপর দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই হেরেছে বাবর আজমের দল। অন্যদিকে এবারের বিশ্বকাপে চমক নেদারল্যান্ডস। বাছাইপর্ব পেরিয়ে এসে ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে অঘটন ঘটাতে চায় তারা।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, তেজা নিদামানুরু, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), লোগান ফন ভিক, সাকিব জুলফিকার, রুলফ ফন ডার মারওয়ে, পল ফন মেকিরেন, আরিয়ান দত্ত।