কারিগরি-উভয় ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু ১৫ অক্টোবর

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
কারিগরি-উভয় ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু ১৫ অক্টোবর
পিএসসি

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ‘সাধারণ ও কারিগরি বা পেশাগত’ উভয় (বোথ) এবং কারিগরি বা পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৫ অক্টোবর থেকে দ্বিতীয় ধাপে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি ও নির্দেশনা জানানো হয়। রোববার (৮ অক্টোবর) সই করা বিজ্ঞপ্তিটি সোমবার (৯ অক্টোবর) বিকেলে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ‘সাধারণ ও কারিগরি বা পেশাগত’ উভয় (বোথ) ক্যাডারের পদগুলোর জন্য ৪ হাজার ২৬৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য ৫৪৭ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। সূচি অনুযায়ী, রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। চলতি বছরের ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

মৌখিক পরীক্ষা শুরু হয় গত ৩ সেপ্টেম্বর। প্রথম ধাপে পাঁচ হাজার ২৮ জন সাধারণ ক্যাডার প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ১২ অক্টোবর তাদের পরীক্ষা শেষ হবে।

এরপর ১৫ অক্টোবর থেকে বোথ ক্যাডার এবং কারিগরি ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। যদিও মৌখিক পরীক্ষা শেষে নভেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করার কথা জানিয়েছিল পিএসসি।

এদিকে, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ পাবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কারিগরি-উভয় ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু ১৫ অক্টোবর

কারিগরি-উভয় ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু ১৫ অক্টোবর
পিএসসি

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ‘সাধারণ ও কারিগরি বা পেশাগত’ উভয় (বোথ) এবং কারিগরি বা পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৫ অক্টোবর থেকে দ্বিতীয় ধাপে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি ও নির্দেশনা জানানো হয়। রোববার (৮ অক্টোবর) সই করা বিজ্ঞপ্তিটি সোমবার (৯ অক্টোবর) বিকেলে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ‘সাধারণ ও কারিগরি বা পেশাগত’ উভয় (বোথ) ক্যাডারের পদগুলোর জন্য ৪ হাজার ২৬৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য ৫৪৭ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। সূচি অনুযায়ী, রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। চলতি বছরের ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

মৌখিক পরীক্ষা শুরু হয় গত ৩ সেপ্টেম্বর। প্রথম ধাপে পাঁচ হাজার ২৮ জন সাধারণ ক্যাডার প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, ১২ অক্টোবর তাদের পরীক্ষা শেষ হবে।

এরপর ১৫ অক্টোবর থেকে বোথ ক্যাডার এবং কারিগরি ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। যদিও মৌখিক পরীক্ষা শেষে নভেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করার কথা জানিয়েছিল পিএসসি।

এদিকে, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ পাবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।