নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ অক্টোবর) টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ও আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র সবসময় ছিল। এখনো আছে।

উপরে আল্লাহ নিচে দলের লোকই সবসময় ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।
এ সময় নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থানীয় উন্নয়নের দায়িত্ব এলাকাবাসী নেওয়াতে তিনি পুরো বাংলাদেশের ১৭ কোটি মানুষের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় স্থানীয় নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৪ বছর দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় অর্থনীতির ধারা সচল রেখে উন্নয়ন করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন,দেশের উর্বর মাটি ও দক্ষ মানুষকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিজেদের চাহিদা পূরণ করে বিদেশেও খাদ্য রপ্তানি সম্ভব হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ অক্টোবর) টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ও আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র সবসময় ছিল। এখনো আছে।

উপরে আল্লাহ নিচে দলের লোকই সবসময় ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।
এ সময় নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থানীয় উন্নয়নের দায়িত্ব এলাকাবাসী নেওয়াতে তিনি পুরো বাংলাদেশের ১৭ কোটি মানুষের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় স্থানীয় নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৪ বছর দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় অর্থনীতির ধারা সচল রেখে উন্নয়ন করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন,দেশের উর্বর মাটি ও দক্ষ মানুষকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিজেদের চাহিদা পূরণ করে বিদেশেও খাদ্য রপ্তানি সম্ভব হবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: মনসুরাবাদ হাউজিং, ঢাকা-১২০৭ এজেড মাল্টিমিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।