বলিউডে এখন পুরোনো গানের রিমেক তৈরি হচ্ছে। যা ভক্তরাও খুব পছন্দ করছেন। মানুষ এখন পুরনো গান না শুনলেও আজও তাদের মন থেকে সেসব গানের আবেগ দূর হয়নি। তাই দর্শকদের পছন্দের কথা বিবেচনা করে প্রতিনিয়ত পুরনো গানে পরিবর্তন এনে নতুন নতুন রিমেক তৈরি করছেন নির্মাতারা।
এবার মাধুরী দীক্ষিতের ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ারানা’ সিনেমার গান ‘মেরা পিয়া ঘর আয়া’ গানটি আগের মতোই আজও মানুষের কাছে প্রিয়। এই গানটিতে তার নাচ দিয়ে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছিলেন মাধুরী। যা আজও দর্শকদের মনে দাগ কেটে আছে।
প্রায় ২৮ বছর পর এখন এই গানের রিমেক তৈরি করা হয়েছে। নতুন গানটির শিরোনাম ‘মেরা পিয়া ঘর আয়া ২.০’। গানটি গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে। এতে নতুন আঙ্গিকে অভিনয় করে রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সানি লিওন।
গানটির টিজার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি লিওন। পাশাপাশি ইউটিউবে মাত্র দুদিনে গানটির ভিউ হয়েছে ১০ মিলিয়ন। গানটির ভিডিওতে দেখা যায়, নাচের তালে ভক্তদের হৃদয়ে দোলা দিতে দেখা যায় সানি লিওনকে।
মাধুরী দীক্ষিতের প্রতি বিশেষ শ্রদ্ধা হিসেবে গানটি প্রস্তুত করা হয়েছে জানা গেছে। টিজারটি শেয়ার করে ক্যাপশনে সানি লিওন লিখেছেন, মাধুরী দীক্ষিতের এই আইকনিক গানটি রিমেক করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি।
সূত্র : এমপি নিউজ