নড়াইলের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ১০দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফরিদ শেখ (৫০) কে গ্রেফতার করেছে। আসামি ফরিদ শেখ নড়াইল সদর উপজেলার ডুমুরদিয়া গ্রামের মৃত আব্দুল সত্তার শেখ এর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে নডাইল সদর থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ শনিবার (১৪ অক্টোবর) সকালে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি কে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, মাদক মামলায় ১০দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফরিদ শেখ কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।