সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা এলাকায় নির্ধারিত সেচ খরচের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে ক্ষুদ্রসেচ প্রকল্পের এলএলপি সেচ ম্যানেজার আবুল কালামের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কৃষকেরা।
১৫ অক্টোবর রবিবার সকালে চর-ভানুডাঙ্গা এলাকায় ন্যায্যমূল্যে সেচ সরবরাহ নিশ্চিত করতে ও ম্যানেজার আবুল কালামের অপসারণের দাবিতে এ মানববন্ধন করেন কৃষকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারীভাবে প্রতি শতক জমিতে সেচ প্রদানের জন্য ৬০-৬৫ টাকা নির্ধারণ করা হলেও তিন বছর ধরে ম্যানেজার আবুল কালাম নির্ধারিত খরচের চেয়ে জোড়পূর্বক অতিরিক্ত অর্থ আদায় করছে কৃষকদের থেকে। অতিরিক্ত অর্থ দিতে রাজি না হলে কৃষি জমিতে সেচ দেওয়া হয়না। ফলে জমিতে চাষাবাদ ব্যহত হচ্ছে কৃষকদের। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী কৃষকেরা।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার জানান, এবিষয়ে কৃষকেরা একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কথা বলতে ম্যানেজার আবুল কালামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ প্রদান করা সম্ভব হয়নি।