দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। এটিকে মাত্রার দিকে থেকে হালকা হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার উত্তর-উত্তর পূর্ব দিকে আসামের কাছারে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ বেশ কিছু এলাকায় কম্পনের মাত্রা পর্যবেক্ষণ করা হয়েছে।
এর আগে, গত ১৪ আগস্ট রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫।