মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ফেনীর সাবেক সংসদ সদস্য ও স্নিগ্ধ ওভারসিজ লিমিটেডের মালিক নিজাম উদ্দিন হাজারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে আদালত অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, পাসপোর্ট, কভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক খরচের অজুহাতে প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকার বদলে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ৩ হাজার ৭৮৭ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়ে প্রায় ৪০ কোটি ৭১ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলী ও সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলাটি রোববার রাজধানীর গুলশান থানায় দায়ের হয় এবং সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ তদন্ত করছে।
এদিকে দুদকের আবেদনের ভিত্তিতে গত ২৫ মে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। তবে অনুসন্ধানকালে জানা গেছে, নিজাম উদ্দিন হাজারী ইতোমধ্যেই দেশ ছেড়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন।