বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার কানাডার মাঠে নতুন চ্যালেঞ্জে নামছেন। আসন্ন সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্স তাকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে।
১০ ওভারের সংক্ষিপ্ত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে আগামী ৮ অক্টোবর এবং চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এই আসরে অংশ নেবেন বিশ্বের নামকরা তারকা ক্রিকেটাররা।
সাকিব আল হাসানের পাশাপাশি মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াডে রয়েছেন— জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।
অন্যদিকে, এই আসরের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও ভিড় জমাচ্ছেন তারকারা। অংশ নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও মঈন আলী, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
সব মিলিয়ে কানাডার এই সুপার সিক্সটি লিগ রূপ নিতে যাচ্ছে এক বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক উৎসবে, যেখানে সাকিব আল হাসানের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশি ভক্তদের প্রত্যাশাও থাকবে তুঙ্গে।