নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, দুটি দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া, ১২টি দলের বিষয়ে আরও যাচাই-বাছাই করা হবে এবং ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
তিনি আরও জানান, মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে পর্যালোচনা করা হয়েছে। সেসব দলের মধ্যে নিবন্ধনের সকল শর্ত পূরণ করায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিব আরও জানান, ‘প্রতীক হিসেবে এনসিপি কী নেবে তা তারা ইতোমধ্যে জানিয়েছে। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।’