মৌসুমের শেষ বৃষ্টিবলয় ‘প্রবাহে’ প্রবেশ করেছে বাংলাদেশ। এর প্রভাবে সারা দেশে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে, যা আজ সোমবারও অব্যাহত রয়েছে।
এরই মধ্যে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন এক দুঃসংবাদ। তিনি সতর্ক করে বলেছেন, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান,
“আজ সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর ওপর হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”
ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ঢাকা।
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট।
খুলনা বিভাগ: মাগুরা।
বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা।
চট্টগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া।
রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা।
তিনি আরও জানান, এসব এলাকায় আকাশে মেঘ জমে বজ্রপাতের সৃষ্টি হতে পারে, তাই মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে খোলা মাঠ, নদী তীর ও উঁচু স্থানে অবস্থান এড়িয়ে চলতে বলেছেন গবেষক।