২৪ ঘণ্টার ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
২৪ ঘণ্টার ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ লাখ ৭২৬ টাকা ছিল। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬২ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৪ বার, কমানো হয়েছে ১৮ বার।

এছাড়া রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

২৪ ঘণ্টার ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

২৪ ঘণ্টার ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ লাখ ৭২৬ টাকা ছিল। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬২ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৪ বার, কমানো হয়েছে ১৮ বার।

এছাড়া রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত