মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেফাজতে থাকা সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে তাদের আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।

এর আগে গত ৮ অক্টোবর বিগত সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের গুম, আটক ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক নাগরিক গুম, নিখোঁজ ও হত্যার অভিযোগ ওঠে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, অনেক ভুক্তভোগীকে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) গোপন সেলে দীর্ঘদিন ধরে আটক রেখে নির্যাতন করা হয়েছিল।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকজন গুমভুক্তভোগী, যেমন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম ও আবদুল্লাহিল আমান আযমী, মুক্তি পান। তাদের প্রত্যক্ষ অভিযোগের ভিত্তিতেই গুম ও নির্যাতনের ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলায় পরিণত হয়।

সেসব মামলার তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যার ধারাবাহিকতায় বুধবার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেফাজতে থাকা সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে তাদের আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।

এর আগে গত ৮ অক্টোবর বিগত সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের গুম, আটক ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক নাগরিক গুম, নিখোঁজ ও হত্যার অভিযোগ ওঠে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, অনেক ভুক্তভোগীকে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) গোপন সেলে দীর্ঘদিন ধরে আটক রেখে নির্যাতন করা হয়েছিল।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকজন গুমভুক্তভোগী, যেমন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম ও আবদুল্লাহিল আমান আযমী, মুক্তি পান। তাদের প্রত্যক্ষ অভিযোগের ভিত্তিতেই গুম ও নির্যাতনের ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলায় পরিণত হয়।

সেসব মামলার তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যার ধারাবাহিকতায় বুধবার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত